গণভবন থেকে মতবিনিময়ের আনুষ্ঠানিক আমন্ত্রণ পাওয়ার পরই সিদ্ধান্ত জানাবে ঐক্যফ্রন্ট— জানিয়েছেন দলের শীর্ষ নেতা ড.কামাল হোসেন।
ঐক্যফ্রন্ট সবসময় সংলাপের পক্ষে জানিয়ে ড.কামাল হোসেন বলেন, আনুষ্ঠানিকভাবে কোনো সংলাপের প্রস্তাব পেলে ফ্রন্টের নেতাদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে। তবে সব সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান হওয়া উচিৎ।
উল্লেখ্য, ঐক্যফ্রন্টসহ বিরোধী সব দলকে আবারো মতবিনিময়ের জন্য আমন্ত্রণ জানানো হবে বলে রোববার এক অনুষ্ঠানে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।