‘ছদ্মবেশী’ মুক্তিযোদ্ধারা এখন বিএনপির নেতৃত্বে ঐক্যফ্রন্টের ব্যানারে’ ঐক্যবদ্ধ হয়েছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, “এই সমুদয় অপশক্তিকে বাংলাদেশের জনগণ এই মুক্তিযুদ্ধের দেশে আবারও পরাজিত করবে।” রোববার বিজয় দিবসের সকালে ফেনীতে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সামনে কথা বলেন ওবায়দুল কাদের।
নির্বাচনের প্রচারে সংঘাত সহিংসতার জন্য বিএনপি ও ঐক্যফ্রন্টকে দায়ী করে এই আওয়ামী লীগ নেতা বলেন, “নির্বাচন সামনে রেখে পরাজয় নিশ্চিত জেনে তারা অপশক্তির সঙ্গে হাত মিলিয়েছে এবং জনগণের পক্ষ থেকে সাড়া না পেয়ে নিজেরাই আজকে উসকানিমূলক তৎপরতায় লিপ্ত রয়েছে। এখানে সরকারি দল বা আওয়ামী লীগের করণীয় কিছু নেই।”
নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলায় শনিবার নির্বাচনী প্রচারের সময় আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকদের সঙ্গে সংঘর্ষে বিএনপির প্রার্থী এ এম মাহবুব উদ্দিন খোকনসহ তিনজন আহত হন।
নোয়াখালীতে সংঘর্ষে বিএনপি নেতা খোকন আহত
ওই ঘটনার জন্য বিএনপিকে দায়ী করে কাদের বলেন, “নোয়াখালীতে হামলার ছক বিএনপি তৈরি করে। আওয়ামী লীগের নির্বাচনী কার্যালয় ভাংচুর করেছে, দোকানপাট ভাংচুর করেছে। পরিস্থিতি সামাল দিতে পুলিশকে হস্তক্ষেপ করতে হয়েছে।
“সে অবস্থায় ব্যারিস্টার মাহাবুব উদ্দিন খোকন ছররা গুলি কিংবা রাবার গুলিতে আহত হয়েছে। তাকে তো হাসপাতালে থাকতে হয়নি, প্রাথমিক চিকিৎসা দিয়ে চিকিৎসক বাড়ি যেতে বলেছে।”
নোয়াখালীর ঘটনা বড় কিছু নয় মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, “উসকানি তো তারা শুরু করেছিল, পুলিশ শুধু পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে।”
আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের জয়ের প্রত্যাশা জানিয়ে কাদের বলেন, “বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা মুক্তিযুদ্ধে বিজয়ী হয়েছি, শেখ হাসিনার নেতেৃত্বে আমরা আবারও বিজয়ী হব।”
ফেনী-২ আসনে সাংসদ নিজাম উদ্দিন হাজারী, সংরক্ষিত নারী আসনের সাংসদ জাহান আরা বেগম সুরমা, জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান, ফেনীর পৌর মেয়র আলাউদ্দিন, প্যানেল মেয়র স্বপন মিয়াজি এবং আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের স্থানীয় নেতা-কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।