Foto

দেড় শতাধিক সাবেক সামরিক কর্মকর্তা আ.লীগের সঙ্গে একাত্ম


প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফুলের তোড়া তুলে দিয়ে আওয়ামী লীগের সঙ্গে এই একাত্মতা প্রকাশ করেন সেনা, নৌ ও বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত দেড় শতাধিক কর্মকর্তা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নৌকার নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের লক্ষ্যে দেড় শতাধিক অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা আওয়ামী লীগের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন।


Hostens.com - A home for your website

আজ মঙ্গলবার বিকেলে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার উপস্থিতিতে এক অনুষ্ঠানে বাংলাদেশ সেনা, নৌ ও বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তারা আওয়ামী লীগের সঙ্গে এই একাত্মতা প্রকাশ করেন।

প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, সশস্ত্রবাহিনী বিভাগের সাবেক প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল (অব.) আবদুল ওয়াদুদ, রিয়ার অ্যাডমিরাল (অব.) হারুনুর রশীদ, এয়ার কমোডর (অব.) কাজী দেলোয়ার হোসেন ও লেফটেন্যান্ট কর্নেল (অব.) ডা. কানিজ ফাতেমা এই অনুষ্ঠানে বক্তব্য দেন।

এ সময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মুহম্মদ ফারুক খান, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর কবির নানক ও আব্দুর রহমান এবং সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম উপস্থিত ছিলেন।

এর আগে সশস্ত্র বাহিনীর সাবেক কর্মকর্তারা ফুলের তোড়া দিয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান।

Facebook Comments